Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
সেচের আওতায় সান্দিড়া-কলসার সেই ৩৮ বিঘা জমি!
Details

সেচের আওতায় সান্দিড়া-কলসার সেই ৩৮ বিঘা জমি!


সান্তাহারের সান্দিড়া-কলসা গ্রামের ৩৮ বিঘা জমির কৃষক সেচ না পাওয়ায় সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছা. রুমানা আফরোজের নিকট অভিযোগ দিলে গঠিত তদন্ত কমিটির আহবায়ক উপজেলা কৃষি অফিসার জনাব মিঠু চন্দ্র অধিকারী, কমিটির সদস্য উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব মো. তৌহিদুর রহমান ও কমিটির সদস্য উপসহকারী প্রকৌশলী (সেচ) জনাব মিহির লাল চ্যাটার্জী দ্রুত শুনানি ও সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদনে যথাসময়ে বোরো ধানের চারা রোপণে দ্রুত সেচের ব্যবস্থার সুপারিশ করলে উদ্ভূত সমস্যার সমাধান করে সেচের আওতায় আনা হয় সান্দিড়া-কলসার সেই ৩৮ বিঘা জমি। দ্রুত প্রতিকার পেয়ে ভুক্তভোগী কৃষকগণ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসারসহ উপজেলা সেচ কমিটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Attachments
Publish Date
06/03/2024
Archieve Date
30/06/2024