Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
সফলতার পাঁচ বছর পূর্ণ করলেন আদমদীঘির উপজেলা কৃষি অফিসার!
Details

সফলতার পাঁচ বছর পূর্ণ করলেন আদমদীঘির উপজেলা কৃষি অফিসার!


আদমদীঘিতে যোগদানের পর সফলতার পাঁচবছর পূর্তি উপলক্ষ্যে অফিসের সকল সহকর্মীর ফুলেল শুভেচ্ছা গ্রহণ ও কেক কেটে উদযাপন করলেন আদমদীঘির উপজেলা কৃষি অফিসার জনাব মিঠু চন্দ্র অধিকারী।

পাঁচবছর পূর্তিতে আজকের পাক্ষিক অধিবেশন শেষে আকস্মিকভাবে অনিন্দ্যসুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য কৃষি সম্প্রসারণ অফিসার জনাব দিপ্তী রানী রায় ও জনাব ফারিহা তিলাত, দপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জনাব মো. সাইফুল ইসলাম, ১৯ টি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, অফিস সহকারী জনাব মদন কুমার বর্মন, অফিস সহায়ক জনাব মো. হাফিজুর রহমান, নিরাপত্তা প্রহরী জনাব রেখা বসাক ও জনাব মো. তুহিন হোসেন, গাড়িচালক জনাব মো. ইবনে ফজল ও পরিচ্ছন্নতা কর্মী জনাব শ্রীমতি বাসন্তী রাণীর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত আদমদীঘির উপজেলা কৃষি অফিসার জনাব মিঠু চন্দ্র অধিকারী।

Images
Attachments
Publish Date
15/01/2024
Archieve Date
30/06/2027