Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
প্রতিষ্ঠার শতবছর পরে চাষের আওতায় তিন বিঘা পতিত জমি!
Details

১৯১৮ সালে প্রতিষ্ঠিত আদমদীঘি ঈশ্বরপূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রায় ৩ বিঘা জমি শতবছর ধরে অনাবাদি পতিত অবস্থায় ছিলো। মাননীয় প্রধানমন্ত্রীর 'এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে' অনুশাসন প্রতিপালনে প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান শিক্ষক জনাব মোছা. মনজু আরা বেগমের ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্যোগে শতবছর পরে চাষের আওতায় এসেছে ৩ বিঘা অনাবাদি পতিত জমি। প্রতিষ্ঠানটির ৩ বিঘা পতিত জমিতে এখন শোভা পাচ্ছে সরিষা, লালশাক, রসুন, মরিচ, পেঁয়াজ, আলুসহ নানা ধরণের মৌসুমী শাকসবজি। শতবছরের অনাবাদি পতিত জমিতে করা বিভিন্ন শাকসবজির প্লট পরিদর্শনকালে আদমদীঘির সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব টুকটুক তালুকদার ও উপজেলা কৃষি অফিসার জনাব মিঠু চন্দ্র অধিকারী।

এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোছা. মনজু আরা বেগম, অন্যান্য শিক্ষকমণ্ডলীসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Images
Attachments
Publish Date
06/12/2023
Archieve Date
30/06/2024