Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
আদমদীঘিতে তেলজাতীয় ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত
Details

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আজ বেলা ১১:০০ ঘটিকায় নশরতপুর ইউনিয়নের মুরইল ব্লকের মুরইল গ্রামে রবি/২০২৩-২৪ মৌসুমে তেলজাতীয় ফসল বারি সরিষা-১৪-এর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়। মাঠ দিবস ও কারিগরি আলোচনায় বীজ প্রত্যয়ন এজেন্সি বগুড়ার জেলা বীজ প্রত্যয়ন অফিসার জনাব মো. শাহাদুজ্জামান প্রধান অতিথি ও প্রকল্পের বগুড়া অঞ্চলের মনিটরিং অফিসার জনাব মো. আখেরুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে তেলজাতীয় ফসলের আবাদ সম্প্রসারণে প্রকল্পের অবদানসহ কারিগরি দিকসমূহ আলোচনা করেন এবং শেষে প্রকল্প প্রদত্ত মৌবক্সে মধু উৎপাদন অগ্রগতি ও প্রদর্শনী প্লট পরিদর্শন করে সন্তোষ্টি প্রকাশ করেন।

আদমদীঘির উপজেলা কৃষি অফিসার জনাব মিঠু চন্দ্র অধিকারীর সভাপতিত্ত্বে অনুষ্ঠেয় মাঠ দিবস ও কারিগরি আলোচনায় অতিরিক্ত কৃষি অফিসার জনাব দিপ্তী রানী রায়, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব ফারিহা তিলাত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জনাব মো. সাইফুল ইসলাম, মুরইল ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব ফরহাদ হোসেন, নশরতপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মো. আরমান হোসেন এবং নশরতপুরের শিবপুর গ্রামের ৭০ জন কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।

Attachments
Publish Date
02/01/2024
Archieve Date
30/06/2024