Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
আদমদীঘিতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন
Details

আদমদীঘিতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন


আজ বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৩-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম খান রাজু মহোদয়।

দপ্তরের এসএপিপিও জনাব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় কৃষি সম্প্রসারণ অফিসার জনাব দিপ্তী রানী রায়ের স্বাগত বক্তব্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে বগুড়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি জনাব মোছা. মনজু আরা বেগম ও উপজেলা পরিষদের সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মোছা. সালমা বেগম চাঁপা। এছাড়াও  সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব সুজয় পাল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আমিরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জনাব মো. রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী জনাব রিপন কুমার সাহা, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব আবু রেজা খান ও মো. নাজিমুল হুদা খন্দকার, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মো. আব্দুল হক আবু, আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মো. জিল্লুর রহমান, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আজমল হোসেন ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন। আদমদীঘির উপজেলা কৃষি অফিসার জনাব মিঠু চন্দ্র অধিকারীর সভাপতিত্ত্বে অনুষ্ঠেয় আজকের অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অফিস প্রধানগণ, ১৯টি ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, মেলায় স্থাপিত ১৩টি স্টলের মালিকবৃন্দ, পৌরসভাসহ ৬টি ইউনিয়ন থেকে আগত কৃষক ভাইয়েরা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, স্টল পরিদর্শন ও আলোচলা অনুষ্ঠান সফলভাবে সুসম্পন্নে সার্বিক সহযোগিতাকারী সকলের প্রতি আদমদীঘির উপজেলা কৃষি অফিসার জনাব মিঠু চন্দ্র অধিকারী অশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Attachments
Publish Date
29/05/2023
Archieve Date
30/06/2023