অবৈধভাবে সার মজুদ করায় মোবাইল কোর্টে জরিমানা
আজ সকাল ১০.২০ ঘটিকায় ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামের মুদি দোকানী মো. স্বপন আলীর দোকানে ৬৫ বস্তা সার মজুদ করার গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘির উপজেলা কৃষি অফিসার জনাব মিঠু চন্দ্র অধিকারীর উপস্থিতিতে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শ্রাবণী রায় মোবাইল কোর্ট পরিচালনা করে সার (ব্যবস্থাপনা) আইন ২০০৬-এর ১২(৩) মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা করেন। সিলগালা করা ৬৫ বস্তা (ইউরিয়া -২০ বস্তা, এমওপি-২০ বস্তা ও ডিএপি-২৫ বস্তা) অতি দ্রুত ছাতিয়ানগ্রাম ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে সংশ্লিষ্ট গ্রামের কৃষকদের মধ্যে সরকারি মূল্যে বিক্রয় করা হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS