শিরোনাম
সমলয়ে চাষাবাদের আওতায় সান্তাহার ইউনিয়নের ছাতনী ব্লকের প্রান্নাথপুর গ্রামে বাস্তবায়নাধীন হাইব্রিড ধানের ৫০ একরের ব্লক প্রদর্শনীর বর্তমান অবস্থা পরিদর্শন
বিস্তারিত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশের সরেজমিন উইংয়ের সম্মানিত অতিরিক্ত পরিচালক (মনিটরিং) কৃষিবিদ মো. মিজানুর রহমান মহোদয় কর্তৃক কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে সমলয়ে চাষাবাদের আওতায় সান্তাহার ইউনিয়নের ছাতনী ব্লকের প্রান্নাথপুর গ্রামে বাস্তবায়নাধীন হাইব্রিড ধানের ৫০ একরের ব্লক প্রদর্শনীর বর্তমান অবস্থা পরিদর্শন।
এ সময় আদমদীঘির উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী মহোদয়, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ দিপ্তী রানী রায় মহোদয়, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আদুরী তমা মহোদয়, সান্তাহার ও ছাতনী (অ. দা.) ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মো. কামরুল আহসান কাঞ্চন ও সুবিধাভোগী কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।