আদমদীঘিতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
আজ বিকাল ৫.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২২-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলায় প্রথম সেরা স্টল (বিসমিল্লাহ নার্সারী), দ্বিতীয় সেরা স্টল (সিনজেনটা বাংলাদেশ লিমিটেড) ও তৃতীয় সেরা স্টল (খন্দকার ফ্লাওয়ার এন্ড নার্সারী)-কে সনদ ও ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম খান রাজু মহোদয়, অনুষ্ঠানের সভাপতি ও আদমদীঘির সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব শ্রাবণী রায়, বিশেষ অতিথি সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব সুজয় পাল, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মো. আব্দুল হক আবু, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জনাব মো. আবির হোসেন খান, নশরতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জানব মো. আব্দুর রাজ্জাক আজাদ, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব দিপ্তী রানী রায় ও আদমদীঘির উপজেলা কৃষি অফিসার জনাব মিঠু চন্দ্র অধিকারী।
তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সকল আয়োজন সফলভাবে সুসম্পন্নে সার্বিক সহযোগিতাকারী সকলের প্রতি আদমদীঘির উপজেলা কৃষি অফিসার জনাব মিঠু চন্দ্র অধিকারী অশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস