অবৈধভাবে সার মজুদ করায় মোবাইল কোর্টে জরিমানা
আজ বেলা ১২.৫০ ঘটিকায় আদমদীঘি ইউনিয়নের শিবপুর বাজারের মেসার্স আল মেসবাহ ট্রেডার্স নামক বালাইনাশক দোকানে ৭৫ বস্তা সার মজুদ করার গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘির উপজেলা কৃষি অফিসার জনাব মিঠু চন্দ্র অধিকারীর উপস্থিতিতে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শ্রাবণী রায় মোবাইল কোর্ট পরিচালনা করে সার (ব্যবস্থাপনা) আইন ২০০৬-এর ১২(৩) মোতাবেক ১৫ হাজার টাকা জরিমানা করেন। সিলগালা করা ৭৫ বস্তা (ডিএপি-৭৩ বস্তা ও এমওপি-২ বস্তা) অতি দ্রুত আদমদীঘি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে সংশ্লিষ্ট গ্রামের কৃষকদের মধ্যে সরকারি মূল্যে বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়।
সারের লাইসেন্স না থাকলেও লাইসেন্সবিহীন বা বালাইনাশকের লাইসেন্সধারী সার ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসাবে আজ এ অভিযান পরিচালনা করা হয়। সচেতন নাগরিকদেরকে এ ব্যাপারে তথ্য দিয়ে সহায়তার জন্য অনুরোধ করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস